![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F1ebc2371-29d7-4088-ac73-433de7d7fa4e%252F2020_11_30T130713Z_623965182_RC2PDK9VHPCG_RTRMADP_3_FRANCE_SARKOZY_TRIAL.JPG%3Foverlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ফ্রান্সে কৃষ্ণাঙ্গকে মারধর, দুই পুলিশ সদস্য রিমান্ডে
ফ্রান্সে কৃষ্ণাঙ্গ সংগীত প্রযোজক মাইকেল জেকলারকে মারধরের ঘটনায় চার শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, ফ্রান্সের বিচার বিভাগ সূত্র দেশটির গণমাধ্যমকে আজ সোমবার জানায়, পুলিশ সদস্যদের বিরুদ্ধে ‘দায়িত্বশীল জায়গায় থেকে উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা’ ঘটানোর অভিযোগ আনা হয়েছে।