বিয়ের প্রথম দু'বছর খুবই জরুরি, মজবুত হয় সম্পর্ক! জানুন কীভাবে

এইসময় (ভারত) প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১৮:২৭

এই সময় জীবনযাপন ডেস্ক: প্রেম আর বিয়ের মধ্যে অনেক ফারাক রয়েছে। বহু বছরের চেনা সম্পর্কও বদলে যায় বিয়ের পর। বিয়ের পর একসঙ্গে থাকতে থাকতেই একটা মানুষকে সবচেয়ে ভালো চেনা যায়। যে কোনও সম্পর্কেই সমস্যা দ্বন্দ্ব এসব থাকবেই। এই সমস্ত কিছু নিয়েই সম্পর্ক। তাই সব সময় ঝগড়া না করে কিছু বিষয়ে ঠান্ডা মাথায় উভয়কেই আলোচনা করতে হবে।

এছাড়াও দুজনকেই মানিয়ে গুছিয়ে চলতে হবে। বিয়ের আগে সংসার সম্পর্কে তেমন ধারণা কারোরই থাকে না। বিয়ের পর সাংসারিক চাপ লেগেই থাকে। কথায় বলে কাপ আর প্লেট পাশাপাশি থাকলে ঠুকোঠুকি লাগেই। ছোট কোনও একটা বিষয়ও হঠাৎ কে বড় আকার ধারণ করে। সে কারণেই বিয়ের প্রথম এই দু বছরকে বিশেষ গুরুত্ব দিতে বলেন সম্পর্ক বিশেষজ্ঞরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও