ঝালকাঠিতে বিএডিসির বীজ সংকট

জাগো নিউজ ২৪ ঝালকাঠি প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১৬:২৭

ঝালকাঠিতে প্রান্তিক ক্ষুদ্র চাষিদের পুনর্বাসন ও প্রণোদনার বীজ এবং সার বিনামূল্যে উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে দেয়া হচ্ছে। তবে চাহিদা অনুযায়ী বীজ সরবরাহ করতে পারছে না কর্তৃপক্ষ। এ কারণে কৃষি বিভাগ বাহির থেকে বীজ এনে কৃষকদের বিনামূল্যে সরবরাহ করছে। তবে এসব বীজ নিম্নমানের বলে অভিযোগ করেছেন চাষিরা।

জানা গেছে, জেলার চাহিদা ছিল বোরো ২১ টন, সূর্যমুখী দেড় টন, চিনা বাদাম ছয় টন, মশুর ডাল পাঁচ টন এবং খেসারি আট টন। কিন্তু কৃষি বিভাগ সরবরাহ করেছে বোরো পাঁচ টন ১৩৭ কেজি, সূর্যমুখী পাঁচশ কেজি, চিনা বাদাম এক টন ১৬৫ কেজি, মশুর ডাল চার টন এবং খেসারি তিন টন ৩০০ কেজি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও