You have reached your daily news limit

Please log in to continue


সেলিব্রেশন হবে সৌরভের জন্মদিনে, আজ বিয়ের জন্মদিনে শুধু আমরা দু’জন: জুন মাল্য

সাল ২০১৯-এর ৩০ নভেম্বর। খুব ছিমছাম, ঘরোয়া অনুষ্ঠানে টানা ১৪ বছর কোর্টশিপের পর জুন মাল্য ‘ঘরণী’ হয়েছেন ব্যবসায়ী সৌরভ চট্টোপাধ্যায়ের। ক্যালেন্ডারের হিসেবে, এক বছর পূর্ণ হল সেই ঘরকন্নার। সেলিব্রেশন তো বনতা হ্যায়! বন্ধু, আত্মীয়দের শুভেচ্ছায় উপচে পড়েছে তাঁর সামাজিক পাতা। আনন্দবাজার ডিজিটালকে বললেন ‘‘আজ ছুটি নিয়েছি। সব কাজ থেকে। স্টার জলসার ‘সাঁঝের বাতি’র শ্যুটিং থেকে। রান্নাবান্না থেকেও। আজ শুধুই আমি আর সৌরভ’’, হাল্কা লজ্জা জড়ানো উত্তর। গত বছর এই দিনে জুন লাল সালোয়ার, হালকা সোনার গয়না আর খোলা চুলে সেজেছিলেন। আজ? বললেন, ‘‘সারা দিন বাড়িতেই। তাই বিশেষ সাজ কিছুই নেই। দুপুরে সৌরভের পছন্দের গলদা চিংড়ির মালাইকারি হবে। সন্ধেবেলা হয়ত চাইনিজ রেস্তোরাঁয় যাব। আমরা চিনে খাবার খেতে ভীষণ ভালবাসি’’, জানালেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন