করোনায় শীর্ষ ধনীদের সম্পদ আরও বেড়েছে
প্রথম আলো
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১৪:০০
কোভিড-১৯–এ সারা বিশ্ব পর্যুদস্ত হলেও শতকোটিপতিরা এরই মধ্যে তাঁদের সম্পদ বাড়িয়েই চলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব স্টাডিজ নতুন এক প্রতিবেদন প্রকাশ করে বলেছে, গত মার্চ থেকে এ পর্যন্ত মার্কিন শতকোটিপতিদের সম্পদ বেড়েছে এক ট্রিলিয়ন ডলার (এক লাখ কোটিতে এক ট্রিলিয়ন)। সম্পদ বৃদ্ধির পরিমাণ ৩৪ শতাংশ।
অথচ ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার সময় পরিস্থিতি ছিল ভিন্ন। সে সময় ফোর্বস-৪০০–এর ধনীরা যে পরিমাণ সম্পদ হারিয়েছিল, তা উঠিয়ে আনতে তিনটি বছর লেগেছিল। প্রতিবেদন অনুযায়ী, বেশির ভাগ শীর্ষ ধনীর সম্পদ বাড়লেও কয়েকজনের সম্পদ বৃদ্ধি পেয়েছে যথেষ্ট বেশি। যেমন গত ১৭ মার্চ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সময়ে আমাজনের জেফ বেজোসের সম্পদ বেড়েছে ৬৯ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। জেফ বেজোস এখন বিশ্বের শীর্ষ ধনী, যাঁর সম্পদের পরিমাণ ১৮২ দশমিক ৪ বিলিয়ন ডলার।