![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F42feea6c-bed2-44fc-8016-7a77fe93a25d%252FGhora_Thumb.jpg%3Foverlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
আসুন, ঘোড়ার ঘাস না কেটে শিশির দেখি
প্রথম আলো
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১৩:২২
একসময় আমাদের গ্রামের ঘরে ঘরে ঢেঁকি ছিল। এখন আর সেই দিন নেই। ঢেঁকির জায়গা দখল করে নিয়েছে লোহা-লক্করের রাইস মিল। কিন্তু ঢেঁকির মতো এমন একটা ঐতিহ্য তো এভাবে হারিয়ে যেতে দেওয়া যায় না। ঢেঁকি টিকিয়ে রাখতে প্রয়োজন নিজেদের দৃঢ় চরিত্র। কেউ কোনো অনুরোধ করলেই সেটা রাখা যাবে না। কারণ ‘অনুরোধে ঢেঁকি গেলা’র রেওয়াজ চালু থাকলে অনেক খুঁজেও আর কোনো ঢেঁকির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সব ঢেঁকি থাকবে আমাদের পেটে।