দুবলারচরে শেষ হলো রাস উৎসবের পুণ্যস্নান
তখনো সূর্য ওঠেনি, তবে ফরসা হতে শুরু করেছে চারদিক। জোয়ারের টানে বাড়তে শুরু করেছে বঙ্গোপসাগরের পানি। এমন সময় নৌযান থেকে নেমে হাজার হাজার নারী-পুরুষ ছুটতে শুরু করেন সাগরকিনারে। কেউবা দল বেঁধে, আবার কেউবা একা কিনারে বসে শুরু করেন উপাসনা। এরপর সাগরের পানিতে স্নান করে আবার উঠে পড়েন নৌযানে। যাত্রা শুরু করেন বাড়ির পথে। এরই মধ্য দিয়ে শেষ হয় রাস উৎসব।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আবেদনের শেষ তারিখ
- রাস উৎসব