নদী ভাঙন থেকে রক্ষা পাবে খুলনার বড় বাজারের ৩০০ দোকান

জাগো নিউজ ২৪ খুলনা প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১০:২৯

ভৈরব নদ ও রূপসা নদীর ভাঙন থেকে খুলনা শহরকে রক্ষা করতে শহর রক্ষা প্রকল্পের বাঁধ নির্মাণকাজ ৯৩ শতাংশ শেষ হয়েছে। ২৯ কোটি ৯৫ লাখ ৫১ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ চলছে। এটি বাস্তবায়ন হলে সরকারি কর্মকর্তাদের বাসভবন ও বড় বাজারের ৩০০ দোকান ভৈরব নদ ও রূপসা নদীর ভাঙন থেকে রক্ষা পাবে। এ প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। আগামী বছরের জুন মাস নাগাদ এর কাজ শেষ হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা শহর রক্ষা প্রকল্প নগরবাসীর দীর্ঘদিনের দাবি। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ৩১ মার্চ খুলনা সার্কিট হাউস ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে খুলনাবাসীর পক্ষ থেকে সাত দফা দাবি জানানো হয়। এর মধ্যে অনত্যম ছিল শহর রক্ষা প্রকল্প। এরই সূত্র ধরে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি শহর রক্ষা প্রকল্প বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও