যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর প্রশাসনের শীর্ষ পর্যায়ের লোকজনকে বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন পুরোদমে। সূত্রের বরাত দিয়ে তাঁদের মধ্যে কয়েকজনের নাম জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় সময় আজ সোমবার অর্থনৈতিক খাতে শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নাম ঘোষণা করতে পারেন জো বাইডেন। এর আগে মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার ছয়জনের নাম ঘোষণা করেছেন তিনি। ওবামা প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালের সহকর্মীদের অনেককেই নিজের প্রশাসনে রাখছেন বাইডেন।
রয়টার্স জানিয়েছে, প্রগতিশীল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত থিংক ট্যাংক সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের প্রেসিডেন্ট নিরা ট্যানডেনকে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পরিচালক এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ সিসিলিয়া রৌজকে কাউন্সিল অব ইকনোমিক অ্যাডভাইজরসের চেয়ারম্যান করা হতে পারে। যুক্তরাষ্ট্রের সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে এঁদের নাম বলা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.