রোনাকালের সামাজিক যোগাযোগ মূলত অনলাইনেই। ফেসবুক-ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম যেমন আছে, আর আছে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারের মতো বার্তা আদান–প্রদানের অ্যাপ। তবে অনলাইন বলে কথা। সুবিধা যেমন, ঝুঁকিও তেমন। বাড়তি সতর্কতা না মানলে ব্যক্তিগত তথ্য বা ছবি যেমন ফাঁস হতে পারে, আবার অ্যাকাউন্ট হ্যাক হয়ে বেহাত হওয়াও অসম্ভব নয়। আজ আমরা দেখব, কীভাবে ফেসবুকের বিজনেস অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ানো যায়।
ফেসবুক পেজ পরিচালনায় ব্যবহার করা হয় বিজনেস অ্যাকাউন্ট। সেটা জনপ্রিয় ব্যক্তিদের পেজ হতে পারে, আবার ফেসবুকের মাধ্যমে পণ্য কেনাবেচার পেজও হতে পারে। বিজ্ঞাপন দেওয়ার কাজটাও করা হয় সেখান থেকেই। স্বভাবতই অর্থকড়ির ব্যাপার জড়িত। সর্বোচ্চ নিরাপত্তার কথা আসছে সে কারণেই। নিচের সাতটি ধাপ অনুসরণ করে বিজনেস অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ানো যেতে পারে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.