কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিল্পকলায় ‍শুরু হচ্ছে নবীন শিল্পীদের প্রদর্শনী

বিডি নিউজ ২৪ বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ২২:৩০

ঢাকার শিল্পকলা একাডেমিতে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ২২তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের নানা মাধ্যমে এবার ৩৩৭ জন শিল্পীর ৩৬৮টি শিল্পকর্ম নির্বাচিত হয়েছে এই প্রদর্শনীর জন্য।

শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের এই প্রদর্শনীর উদ্বোধন করবেন।

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারি ১,৩,৫,৬ ও ভাস্কর্য গ্যালারিতে ৩০ নভেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ২২তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী।

শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ জানিয়েছে, প্রদর্শনীতে ২১ থেকে ৩৫ বছরের ৫১৯জন শিল্পীর ১৩৫০টি শিল্পকর্ম জমা পড়ে।

চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের এ সকল মাধ্যম থেকে শিল্পকর্ম নির্বাচকমণ্ডলী ৩৩৭ জন শিল্পীর ৩৬৮টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও