কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘কিউডি-ওএলইডি’ পর্দা প্রশ্নে পরীক্ষায় নামছে স্যামসাং

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ২২:৩২

নতুন ‘কিউডি-ওএলইডি’ পর্দা বানাতে চাইছে স্যামসাং ডিসপ্লে। আগামী মাসেই ‘কিউডি-ওএলইডি’ পর্দার উৎপাদন লাইনের জন্য পরীক্ষা শুরু করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। নিজেদের উৎপাদন লাইনটির নাম ‘কিউ১’ রেখেছে স্যামসাং ডিসপ্লে। মূলত কিউ১ -এর অধীনে ‘কিউডি-ওএলইডি’ প্যানেল তৈরি করবে প্রতিষ্ঠানটি। জুলাই মাসেই কিউডি-ওএলইডি পর্দা বানানোর প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেছে তারা।

ওই সময় স্যামসাং ডিসপ্লে জানিয়েছিল, বছরের শেষ নাগাদ উৎপাদন লাইন তৈরির কাজ শেষ হয়ে যাবে, আর ২০২১ সাল থেকেই বড় মাপে উৎপাদন শুরু হবে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও জানিয়েছে, হিসেবে ‘কিউ১’ স্যামসাং ডিসপ্লের ৮.৫ তম প্রজন্মের উৎপাদন লাইন।

টাইমস নাও –এর প্রতিবেদন বলছে, স্মার্টফোনের ছোট আকারের ওএলইডি পর্দা খাতে স্যামসাং ডিসপ্লে আধিপত্য বিস্তারি অবস্থানে থাকলেও, বড় প্যানেলের বেলায় সুবিধাজনক অবস্থানে নেই প্রতিষ্ঠানটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও