![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F88f5d608-89c4-416f-a6ca-88cd2f51df2d%252Froad_accident_.png%3Foverlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষ, দুই চালকই নিহত
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় আজ রোববার মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর ও মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। সকালে ঝিনাইদহ-হরিনাকুন্ডু সড়কের পারমথুরাপুর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ট্রাক্টরচালক টুলু হোসেন (২৩) ও পাশের চাঁদপুর গ্রামের বাসিন্দা মোটরসাইকেলের চালক শাকিল হোসেন (৩০)।
হরিনাকুন্ডু থানার পুলিশ জানায়, সকালে ঝিনাইদহ-হরিনাকুন্ডু সড়কের পারমথুরাপুর সেতু এলাকায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি উল্টে চালক টুলু হোসেন ঘটনাস্থলে চাপা পড়ে মারা যান। আর মোটরসাইকেলের চালক শাকিল রাস্তার ওপর ছিটকে পড়েন।