হজরত ঈসা আ.-এর শৈশবের বাড়ি আবিষ্কার

বার্তা২৪ ফিলিস্তিন প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ২০:৫৩

ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় নাসেরাহ এলাকায় অবস্থিত একটি বাড়িকে হজরত ঈসা (আ.)-এর শৈশবের বাড়ি বলে দাবি করছেন প্রত্নতাত্ত্বিকগণ। তাদের দাবি, এ বাড়িতে হজরত ঈসা (আ.) তার শৈশবকাল কাটিয়েছেন।

বেথেলহেম এবং জেরুজালেমের পর এটি তৃতীয় শহর, সেখানে হজরত ঈসা (আ.) তার জীবন অতিবাহিত করেছেন। বাইবেলের ভাষ্য অনুযায়ী, হজরত ঈসা (আ.)-এর শৈশব এবং কৈশোরকাল এ সব শহরে কাটিয়েছেন। ১৮৮০ সালে বাড়িটি নাসেরাইট খ্রিস্টান নানরা আবিষ্কার করেন। ১৯৩০ সালে বাইবেলের পণ্ডিত ভিক্টর গেরিন বলেন, নাসেরাহ শহরে ১৮৮৮ সালে গবেষণার জন্য খননকাজ অব্যাহত ছিল। সে সময় নানরা সেখনে হজরত ঈসা (আ.)-এর বসবাস করার কোনো প্রমাণ খুঁজে পায়নি, তবে এখন একজন প্রত্নতাত্ত্বিক গবেষক নিশ্চিত হয়েছেন, এটিই হজরত ঈসা (আ.)-এর শৈশবের বাড়ি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও