বিকারগ্রস্ত চোখ কি নজরদারিতে সারে?
১৬ নভেম্বর পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (পিএসএসডব্লিউ) ফেসবুক পেজ উদ্বোধন করা হয়। উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী, বলার অপেক্ষা রাখে না।
ফেসবুক পেজটি উদ্বোধনের পরের দুই দিন অর্থাৎ শুধু ১৭ ও ১৮ নভেম্বর এখানে ৬৯১টি অভিযোগ আসার খবর পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের তথ্যমতে, এই সেবা চালুর এক সপ্তাহের মধ্যে ১ হাজার ৯১৬ জন তাঁদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য যোগাযোগ করেছেন। সেবাপ্রার্থীদের সিংহভাগই কিশোরী ও তরুণী; যাঁদের বয়স ১৬ থেকে ৩০ বছরের মধ্যে।
অনলাইনে হয়রানি ও সহিংসতার মাত্রা বুঝতে সম্প্রতি প্ল্যান-প্রথম আলো যে অনলাইন জরিপটি পরিচালনা করে, তাতেও বেরিয়ে এসেছে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের মধ্যে ৭৯ শতাংশের বেশি কখনো না কখনো অনলাইন হয়রানি ও সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে ৫৩ শতাংশই নারী। এই নারীদের বেশির ভাগই আপত্তিকর ও অপমানজনক মন্তব্যের শিকার হয়েছেন।