চলে গেলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অধ্যাপক উত্তরা চক্রবর্তী
মারা গেলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অধ্যাপক উত্তরা চক্রবর্তী। আজ রোববার সকাল ৬টা ২৫ মিনিটে কলকাতার সল্টলেকের বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্বামী অধ্যাপক সুবাস রঞ্জন চক্রবর্তী, তাঁর প্রবাসী দুই পুত্র, এক নাতনিসহ বহু গুণগ্রাহীকে রেখে গেছেন।
উত্তরা চক্রবর্তীর দুই ছেলে যুক্তরাষ্ট্রে অধ্যাপনা করেন। মায়ের মৃত্যুতে তাঁরা আসতে পারছেন না কলকাতায়। উত্তরা চক্রবর্তী কিডনির সমস্যায় বেশ কিছুদিন ধরে ভুগছিলেন। হাসপাতালে ভর্তির পর তাঁর করোনার নমুনা পরীক্ষা হলে প্রথম পজিটিভ রিপোর্ট এলেও পরবর্তীকালে তা নেগেটিভ আসে। আজ সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।