![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_248699_1.jpg)
তাইগ্রেতে বিজয় ঘোষণার পর ইরিত্রিয়ার রাজধানীতে বিস্ফোরণ
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ তাইগ্রের এলাকার ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিজয় ঘোষণা করেছেন। তিনি দাবি করেছেন, সরকারি বাহিনী দেশটির উত্তর তাইগ্রের আঞ্চলিক রাজধানী ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ নিয়েছে।
কয়েক দিন আগে তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) বিরুদ্ধে সামরিক অভিযানের ব্যাপকতা বাড়ানোর পর মেকেলে অঞ্চল দখল করে সরকারি সেনাবাহিনী।
সংবাদ সংস্থা রয়টার্সকে টিপিএলএফের নেতা বলেছেন, তারা আত্মনিয়ন্ত্রণ বজায় রাখার অধিকার প্রতিষ্ঠা করতে সবকিছু করবেন এবং শেষ পর্যন্ত আক্রমণকারীদের বিরুদ্ধে লড়ে যাবেন।