
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
চাঁদপুর ফরিদগঞ্জ সড়কের ধানুয়ায় কভার্ড ভ্যান ও সিএনজি স্কুটার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহত মোরশেদ পাটওয়ারী (৩০) সিএনজি চালক। এতে সিএনজির ৩ যাত্রী আহত হয়েছেন। রবিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত মোরশেদ পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার মহামায়া মান্দারী গ্রামের মোস্তফা পাটোয়রীর ছেলে। আহতরা হলেন রুনু বেগম (৩৫), মালেক (৪০) ও মেহেদী (৭)। এদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।