![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252Ff9ae55c8-9afa-4077-bc5d-6764cdb46d18%252Fa4b73472-e7eb-428b-add5-38d09dcc9213.jpg%3Frect%3D63%252C0%252C1830%252C961%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
সিডনিতে নভেম্বরের উষ্ণতম রাত
আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে শীত আসছে। শীত আসি আসি করছে এশিয়ার দেশগুলোতেও। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের সিডনি পার করল নভেম্বরের উষ্ণতম রাত। সিডনিতে গতকাল শনিবার রাতের তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর দিনের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।
বিবিসির খবরে বলা হয়েছে, আজ রোববারও সিডনিতে দিনের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। সিডনি ছাড়াও দেশটির সাউথ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ার বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা বেড়েছে। সিডনিতে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় নিউ সাউথ ওয়েলসের অগ্নিনির্বাপণ বিভাগ সেখানে ঘরের বাইরে আগুন জ্বালানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে।