পিএইচডি ডিগ্রি অর্জন করলেন সেনাপ্রধান
পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ( বিইউপি) একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় এই পিএইচডি ডিগ্রির অনুমোদন দেয়া হয়।
বিইউপি সূত্রে জানা যায়, সেনাপ্রধানের পিএইচডির বিষয় ছিল ‘বর্ডার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জেস অব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি): ইস্যুস ইন ট্রান্সন্যাশনাল থ্রেট’।
সেনাবাহিনী প্রধানের পিএইচডির তত্ত্বাবধায়ক ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ।