![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/11/29/affe268438d6a63ca8bb36fdb8d44b3a-5fc3840ba1ada.jpg?jadewits_media_id=701307)
যেভাবে প্রতিশোধ নিতে চায় ইরান
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির নেতারা। তারা বিশ্বাস করেন যে, ইসরায়েলই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এর প্রতিশোধ ইরান যখন সঠিক সময় এসেছে বলে মনে করবে তখনই নেওয়া হবে।