উচ্চমূ‌ল্যে সার কিন‌তে হ‌চ্ছে কৃষক‌দের

বার্তা২৪ টাঙ্গাইল সদর প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ১৬:৫০

টাঙ্গাইলে হাট বাজা‌রে দা‌মের বে‌শিমূ‌ল্যে সার কিন‌তে হ‌চ্ছে কৃষক‌দের। এ‌তে প্রতি বস্তা ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার ৮শ’ টাকার প‌রিব‌র্তে ১ হাজার থেকে ১১০০ টাকা এবং ১১শ’ টাকার ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার ১৩-১৪শ’ টাকা কিন‌তে হ‌চ্ছে।

ত‌বে কৃষক ‌ডিলার‌দের কা‌ছে সার ক্রয়ের রশিদ চাইলে কোন রশিদ দেয়া হচ্ছে না। অ‌নে‌ক‌কেই সার বি‌ক্রির র‌শিদ দেয়া হ‌লেও তাতে সরকার নির্ধারিত দাম ৮০০ ও ১১০০ টাকা উল্লেখ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও