কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সৈকতে দেদারছে মিলছে সোনা! লাখো মানুষের ঢল

নয়া দিগন্ত অন্ধ্রপ্রদেশ প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ১৬:১৮

সমুদ্রের নীচে হাত ডোবালেই মিলছে সোনা! কপাল ভাল থাকলে মিলতে পারে অন্যান্য মূল্যবান ধাতু, রত্নও! সেকথা রটতেই ভারতের অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীতে সমুদ্রের পাড়ে ভিড় জমিয়েছেন নারী থেকে বৃদ্ধ প্রায় সকলেই। তাদের লক্ষ্য একটাই সোনা কুড়িয়ে নিয়েই যেতে হবে বাড়িতে। আর তা বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করা।

ঠিক কীভাবে রটল একথা? ইউ কোঠাপল্লির সাব ইনস্পেক্টর বি লোভা রাজু জানান, ঘূর্ণিঝড়ের নিভারের তাণ্ডবের পর গত শুক্রবার সকালে চার-পাঁচজন জেলে সমুদ্রের পাড়ে আসেন। তারা দেখেন সোনার মতো দেখতে হলুদ রঙের কিছু জিনিস পড়ে রয়েছে। তা তারা কুড়িয়ে নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও