করোনায় যে প্রতিষ্ঠানের দেড় লাখ কর্মীর বেতন বাড়ছে

প্রথম আলো কর্ণাটক প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ১৪:২৭

গত বছরের ডিসেম্বরের পর বিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। কোভিডের প্রকোপে এখন পর্যন্ত সাড়ে ১৪ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। দ্বিতীয় ঢেউয়ের কারণে বিশ্বের অনেক দেশ লকডাউনে যাচ্ছে। অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করেছে। আবার অনেক প্রতিষ্ঠান কর্মী নিয়োগও দিয়েছে। কিছু কিছু কর্মী কাজ হারিয়েছেন। আবার খাদ্যপণ্য বা অনলাইনে সরবরাহকারীদের কাজের চাহিদা ও দায়িত্ব বেড়েছে। তবে কাজ হারানোর সংখ্যাটি বেশি। কারণ, অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে পড়েছে অনেক দেশের। তবে এরই মধ্য করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্য প্রথম তিনে থাকা ভারতের একটি কোম্পানি তাদের দেড় লাখ কর্মীর বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে।

বিজনেস টুডে ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, উইপ্রো তাদের প্রায় দেড় লাখ কর্মীর বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়ছে উইপ্রোর কর্মীদের। এর ফলে তথ্যপ্রযুক্তি কোম্পানিটির প্রায় ৮০ শতাংশ কর্মীর বেতন বাড়ছে। এ ছাড়া চলমান করোনা পরিস্থিতিতে যাঁরা ভালো কাজ করেছেন, তাঁদের পদোন্নতিও দিচ্ছে ভারতের অন্যতম প্রধান তথ্যপ্রযুক্তি কোম্পানিটি। তবে উচ্চপদে কর্মরত কর্মীদের বেতন বাড়ছে না। করোনার মধ্য ভালো ব্যবসা হওয়ায় ও কর্মীদের কাজের মূল্যায়নের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে উইপ্রো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও