লাউ চাষে লাখপতি কুষ্টিয়ার ওয়াসিম

বার্তা২৪ মিরপুর (কুষ্টিয়া) প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ১২:১৬

সবুজ ক্ষেত জুড়ে শুধু লাউ আর লাউ। আর এই লাউয়ের আবাদ করেই লাখপতি বনে গেছেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বলিদাপাড়া এলাকার বাসিন্দা ওয়াসিম। চলতি মৌসুমে লাউ চাষে করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। তার এই সফলতা দেখে অনেকেই লাউ চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

জানা যায়, ওয়াসিম পড়াশোনা শেষ করার পর বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেছিলেন। করোনাকালীন সময়ে চাকরি চলে যাওয়ায় নিজের গ্রামে ফিরে আসেন তিনি। বাড়িতে ফিরে এসে বসে না থেকে বড় ভাইয়ের পরামর্শে শুরু করেন লাউ চাষ।ফলন ভালো হওয়ায় লাভবান হন তিনি। তার এই লাউয়ের জমিতে কাজ করে বেশ কয়েকজন শ্রমিক তাদের জীবিকা নির্বাহ করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও