বিয়ের মৌসুমে কনের মুখের ব্রণ-দাগ মুহূর্তে দূর হবে এই উপায়ে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ১১:০৭
শীত এলেই বিয়ের বাজনা বেজে ওঠে। এই সময় বিয়ের কনেদের নিতে হয় নানা প্রস্তুতি। কনে বলে কথা, রূপচর্চা না করলে কি হয়! এই একটি দিনকে ঘিরে নারীদের মনে জল্পনা কল্পনা থাকে অনেক। তবে বিয়ের আগে ত্বকের ব্রণ ও দাগ নিয়ে অনেক নারীরাই দুশ্চিন্তায় থাকেন।
এই সমস্যার সমাধান রয়েছে ঘরেই- > ত্বকে ব্রণ থাকলে ব্রণের জায়গাগুলোতে প্রতিদিন লবঙ্গ গুঁড়া লাগিয়ে রাখুন ২০ মিনিট। চাইলে এর সঙ্গে মেথিগুঁড়া মিশিয়ে নিতে পারেন। এছাড়া পুদিনা পাতা বাটার সঙ্গে ১-২ ফোঁটা লেবুর রস মিশিয়ে শুধু ব্রণের স্থানগুলোতে লাগিয়ে রাখুন।
- ট্যাগ:
- লাইফ
- বিয়ের অনুষ্ঠান
- ব্রণ দূর করার উপায়
- বাটা