You have reached your daily news limit

Please log in to continue


'মদপান ও ধূমপান করেই এতদিন বেঁচে আছি’, দাবি শতবর্ষী বৃদ্ধের

সকলেই ভাবেন মদ্যপান বা ধূমপান করলে স্বাস্থ্যের ক্ষতি হয়। বিজ্ঞানী বা চিকিৎসকরাও তাই দাবি করেন। ফলে সুস্থ জীবন ও লম্বা আয়ুর জন্য এই বদভ্যাসগুলি ত্যাগের পরামর্শ দেন তারা। কিন্তু চীনের জিনজিন প্রদেশের বাসিন্দা ঝাং কেমিন নামের শতবর্ষী এক বৃদ্ধ দাবি করেছেন মদ্যপান ও ধূমপান করেই লম্বা আয়ু পেয়েছেন তিনি। সম্প্রতি টেলিভিশনে এমনটি জানান কেমিন। কেমিন বলেন, সারাজীবন ইচ্ছেমতো মদ খেয়েছি, ধূমপান করেছি। যখন যা ইচ্ছে হয়েছে খেয়েছি। তা যতই অস্বাস্থ্যকর হোক না কেন!” আর এই খামখেয়ালি জীবনযাপনই আমাকে লম্বা আয়ু পেতে সাহায্য করেছে বলে জানিয়েছেন কেমিন। কেমিন জানান,
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন