বেসিসের নতুন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু
ঢাকা টাইমস
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ১০:০৮
দ্রুততম সময়ে স্বয়ংক্রিয় উপায়ে ও সহজভাবে সেবা প্রদানের জন্য সদস্য-বান্ধব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উন্মোচন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সদস্য সেবার মানোন্নয়নে নানাবিধ র্কাযক্রম গ্রহণ ও বাস্তবায়নের অংশ হিসেবে সদস্য প্রতিষ্ঠানসমূহকে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ২৮ নভেম্বর ২০২০ আয়োজিত একটি অনলাইন ওয়েবিনারে ওয়েবসাইট ও অ্যাপের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং বেসিসের সাবেক সভাপতি মোস্তাফা জব্বার।