You have reached your daily news limit

Please log in to continue


মামার জন্য ভীষণ মন খারাপ কাদেরের

অভিনয়জীবনে আফজাল শরীফ যদি কিছু শিখে থাকেন, সেটা আলী যাকেরের অবদান। ক্যারিয়ারের শুরুর দিকেই আলী যাকেরের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। গতকাল দিনের শুরুতেই তাঁর মৃত্যুর খবর শুনে সেসব স্মৃতি স্মরণ করতে করতে ভেঙে পড়েন আফজাল শরীফ। কদিন হলো শরীরটা ভালো যাচ্ছিল না আফজাল শরীফের। এ রকম অবস্থায় একজন শ্রদ্ধাভাজন সহকর্মীর প্রয়াণে মনটাও খারাপ হয়ে যায় তাঁর। দর্শকপ্রিয় ‘বহুব্রীহি’ ধারাবাহিকে আলী যাকেরকে মামা বলে ডাকতেন তিনি। সেই মামার মৃত্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে কাঁপা কাঁপা স্বরে তিনি বলেন, ‘ছোটলু ভাইয়ের সঙ্গে আমি বিটিভির বহুব্রীহি নাটকে প্রথম অভিনয় করি। এটিই ছিল অভিনয়জীবনে আমার অন্যতম বড় কাজ। সেই থেকে আমাদের সম্পর্ক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন