আলভেসের কাছে হারল রিয়াল মাদ্রিদ

এনটিভি স্পেন প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ০৯:০১

লা লিগায় আলভেসের বিপক্ষে পথ হারাল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে দুর্বল রক্ষণ আর অগোছালো ফুটবল খেলে ২-১ গোলে হেরে গেল জিনেদিন জিদানের দল।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার রাতে আলভেসের হয়ে দুই গোল করেন লুকাস পেরেস ও হোসেলু। শেষের দিকে ব্যবধান কমান রিয়াল ফুটবলার কাসেমিরো।

চলতি লিগে সময়টা ভালো যাচ্ছে না রিয়ালের। শেষ তিন ম্যাচে দুটিতেই হারল স্প্যানিশ চ্যাম্পিয়নরা, বাকিটিতে ড্র। অন্যদিকে রিয়ালকে হারানো আলভেস দারুণ ছন্দে আছে। এই নিয়ে পাঁচ ম্যাচে অপরাজিত আলভেস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও