টাইগ্রের রাজধানী ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ দাবি ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর
ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রে রাজ্যের রাজধানী মেকেল্লেতে ভয়াবহ অভিযান পরিচালনা করেছে সরকারি বাহিনী। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ দাবি করেছেন, টাইগ্রের রাজধানী মেকেল্লে সেনাবাহিনীর “সম্পূর্ণ নিয়ন্ত্রণে” রয়েছে।
টুইট বার্তায় প্রধানমন্ত্রী আবী বলেন, ফেডারেল সরকার এখন মেকেল্লে শহর পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে। এটা জানাতে পেরে আমি খুশি আমরা টাইগ্রে অঞ্চলে সামরিক অভিযান সমাপ্ত ও বন্ধ করে দিয়েছি।
তিনি আরও বলেন, আমরা এখন যুদ্ধপরবর্তী পুনর্গঠনের গুরুত্বপূর্ণ কাজটি করছি। যারা পালিয়েছিল তাদের ফিরিয়ে আনতে হবে।
টিপিএলএফের নেতা রয়টার্সকে জানিয়েছে, এটি আমাদের অধিকার রক্ষার লড়াই এবং আক্রমণকারীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।