![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/child-249530.jpg)
বরগুনায় পুলিশ কর্মকর্তার বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন
বরগুনায় পাত্রী নাবালিকা হওয়ায় পুলিশের এক এসআইয়ের বিয়ে রুখে দিয়েছে প্রশাসন। আইনের লোক হয়ে বেআইনি কাজ করায় সমালোচনার সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। তবে বাল্যবিয়ের অভিযোগ থাকলেও কোনো শাস্তি দেওয়া হয়নি অভিযুক্তদের।
জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাতে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না গ্রামের নারায়ণ চন্দ্র শীলের কিশোরী মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছিল।