বিনামূল্যে মাস্ক বিতরণের উদ্যোগ নিতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, করোনা মোকাবিলায় গোটা সরকারব্যবস্থাকে যুক্ত করা দরকার। করোনার শীতকালীন প্রকোপ ও দ্বিতীয় ঢেউ সামলাতে বাস্তবায়নযোগ্য ১৩ দফা কর্মপরিকল্পনায় বিশেষজ্ঞরা এসব কথা বলেছেন। স্বাস্থ্য অধিদফতরের পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গত বুধবার অধিদফতরে এ কর্মপরিকল্পনা জমা দিয়েছে।
পরিকল্পনায় মূলত করোনা সংক্রমণের ঝুঁকি হ্রাস এবং সব ধরনের কাজে জনসাধারণকে সম্পৃক্ত করার ওপর জোর দেয়া হয়েছে।করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিশেষজ্ঞরা যা বলেছেন তা যুক্তিগ্রাহ্য। পরামর্শগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে সংক্রমণের ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে বলে আমরা আশা করতে চাই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.