![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/11/28/5165c2ed7d4af4cd9e2a7cba74a02317-5fc2786ed3dfc.jpeg?jadewits_media_id=701205)
আসছে ফজলুর রহমান বাবুর নতুন গান
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ২২:১৬
তিনি এখনও পেশাদার অভিনেতা। গায়ক হিসেবেও অসাধারণ। তবে সেটিকে খুব বেশি সময় দিচ্ছেন না। রেখেছেন শখের তালিকায়। মাঝে মধ্যে গান গেয়ে মুগ্ধতা ছড়ান।
সেই ধারাবাহিকতায় এবার তিনি কণ্ঠে নিলেন মিল্টন খন্দকারের সংগীতায়োজনে একটি গান। এটি লিখেছেন ও সুর করেছেন নির্মাতা শিমুল সরকার।