![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F11%2F28%2Fkishoreganj-protest.jpg%3Fitok%3DuWjJZOLR)
শোলাকিয়ায় গরুর হাটে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের দাবি
কিশোরগঞ্জে দেশের বৃহত্তম ঈদগাহ ঐতিহাসিক শোলাকিয়া মাঠ সংলগ্ন পশ্চিম পাশে অবস্থিত গরুর হাটে প্রস্তাবিত মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের দাবিতে সমাবেশ করেছে এলাকাবাসী। আজ শনিবার দুপুরে শোলাকিয়া ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ উল্লাহ জামীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর কাউন্সিলর সুলতান মিয়া,
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ উদ্দিন রেনু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মফিজ উদ্দিন ও সাবেক পৌর কাউন্সিলর আবু নাসের হিলালী মিন্টু। বক্তারা বলেন, সরকার প্রতিটি জেলায় মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের যে উদ্যোগ নিয়েছে তা খুবই প্রশংসনীয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গরুর হাট
- মসজিদ নির্মাণ