নরওয়েতে বার্ডফ্লু শনাক্ত, খোলা জায়গায় পোল্ট্রি খামার নিষিদ্ধ
নরওয়ে কর্তৃপক্ষ শুক্রবার বলেছে, একটি বন্য পাখির বার্ডফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ায় পরে তারা খোলা জায়গায় পোল্ট্রি রাখার ব্যাপারে আঞ্চলিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। নরওয়েজিয়ান ফুড সেফটি অথরিটি বলেছে, পশ্চিমাঞ্চলীয় স্যান্ডনেস মিউনিসিপালিটিতে একটি বন্য হাঁসে এইচ৫এন৮ (বার্ডফ্লু) শনাক্ত হয়েছে।
সরকারি এ এজেন্সি জানায়, আগামী কিছুদিন দেশের কিছু এলাকায় পোল্ট্রির জন্য কারফিউ আরোপ করা হবে, এ সময় পোষা পাখি বা পোল্ট্রি খোলা জায়গায় না রেখে অবশ্যই ছাদের নিচে রাখতে হবে।