যত কিপটামি স্যানিটারি প্যাডেই

ডয়েচ ভেল (জার্মানী) স্কটল্যান্ড প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ১৫:২৩

স্কটল্যান্ডে সম্প্রতি পাশ হয়েছে ঋতু-পণ্যকে বিনামূল্য করার আইন৷ কিন্তু এই স্কটিশ বেল পাকায় ভারতীয় কাকের কী? বাস্তবচিত্র কী বলছে? স্কটল্যান্ডে সম্প্রতি পাশ হয়েছে একটি আইন, যা সেদেশের নারীদের হাতে সব ধরনের ঋতু-পণ্যকে বিনামূল্যে পৌঁছে দেবে৷ ভারতের প্রেক্ষিতে এই তুলনা টানা সত্যিই অসম্ভব৷ খবরটা দেখেই এক ঝটকায় নিজের বয়োসন্ধির দিনগুলিতে ফিরে গেলাম৷ তখন সদ্য ‘নারীত্বে' পদার্পণ করেছি৷ নিত্যনতুন নিজের শরীরের তাল-বেতাল দেখে অবাক হওয়ার পালা প্রতিদিন৷ যা-ই দেখি তা-ই দেখে আমার প্রশ্নের কোনো শেষ নেই৷ অথচ উত্তর পাব কোথা থেকে?

টিভিতে স্যানিটারি প্যাডের বিজ্ঞাপন দেখে আমার অবাক হওয়া আরো বাড়ে৷ কিছুতেই বিজ্ঞাপনের সাথে নিজেকে মেলাতে পারিনা৷ ওই যে সুন্দরী মডেল প্যাডের বিজ্ঞাপন করে, সাদা প্যান্ট পড়ে ফটাফট লাফায়, তাকে দেখে অবাক হই৷ আরো অবাক হই বিজ্ঞাপনের নীল রঙা পদার্থের সাথে নিজের শরীরের লাল বাস্তবতাকে না মেলাতে পেরে৷ সত্যের সাথে পর্দার কোনো মিলই পাই না৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও