একক আইডিতে নাগরিকের সব তথ্য সংরক্ষণের চিন্তা

প্রথম আলো প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ১৪:৫৭

নির্বাচন কমিশন (ইসি) বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, সম্পূর্ণ আলাদা কর্তৃপক্ষের অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির কাজ করার পক্ষে মত দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এটি হলে একটি একক আইডিতেই ভোটার তথ্য, জন্মনিবন্ধন, পাসপোর্টসহ একজন নাগরিকের জীবনের গুরুত্বপূর্ণ অন্তত ২২ ধরনের তথ্য সংরক্ষিত হবে। তখন এসব কাজের জন্য আলাদা করে নিবন্ধন বা বিভিন্ন দপ্তরে দৌড়ানোর প্রয়োজন হবে না।

এভাবে একক আইডিতে একজন নাগরিকের গুরুত্বপূর্ণ সব তথ্য সংরক্ষণ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের গঠন করা একটি কমিটির প্রধান ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সোলতান আহমদ প্রথম আলোকে বলেন, তাঁরা প্রতিবেদন দিয়েছেন। এখন তা করা হবে কি না, সেটি সরকারের সিদ্ধান্তের বিষয়। তবে এটি করা গেলে কাজ যেমন সহজ হতো, তেমনি আলাদা নিবন্ধনের জটিলতাও দূর হতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও