![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/alam-2011280809.jpg)
‘বাবু খাইছো’ গান গেয়ে আলোচনায় হিরো আলম
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ১৪:০৯
বাংলাদেশের বহুল আলোচিত একজন ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। তার একের পর এক অদ্ভুত কর্মকাণ্ডের কারণে তিনি সবসময় আলোচনায় থাকেন। এবারো এর ভিন্ন কিছু ঘটেনি। তারই ধারাবাহিকতায় এবার ‘বাবু খাইছো’ গানটি গাইলেন তিনি। আর সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে হইচই পড়ে গেছে।
হিরো আলমের গানের শিরোনাম দেয়া হয়েছে ‘ডেটিংয়ে যখন তুমি আমি যাই, তুমি বলো- নানা নানা না’। প্রযোজনা প্রতিষ্ঠান এমওএম মিউজিক থেকে গানটি প্রকাশ হচ্ছে।
তবে ইতোমধ্যে গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকেই তার গানের ভিডিও ফেসবুকে পোস্ট করছেন। চলছে আলোচনা-সমালোচনাও।
এ বিষয়ে গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘আমার ইচ্ছা হলো, আমি গান গাইব। সেটাও করলাম। দর্শকদের গানটি ভালো লাগবে।’