অনরকে হুয়াওয়ের প্রতিদ্বন্দ্বী হতে বললেন প্রতিষ্ঠাতা
অনর মোবাইল ব্র্যান্ডটি বিক্রি করে দিচ্ছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। ব্র্যান্ডটির কর্মীদের বিদায়ী এক বক্তৃতায় হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফি বলেছেন, অনর যেন হুয়াওয়েকে ছাড়িয়ে যেতে পারে। বাজারে হুয়াওয়ের প্রতিদ্বন্দ্বী হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স এ মাসের শুরুর দিকে জানায়, শেনঝেন জিশিন নিউ ইনফরমেশন টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানের কাছে অনর বিক্রি করে দিচ্ছে হুয়াওয়ে। এ প্রতিষ্ঠান অনরের সাপ্লাই চেন কর্মীদের নিয়ে তৈরি। বর্তমানে হুয়াওয়ে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে। অনরের যাতে যন্ত্রাংশ পাওয়ার সুবিধা বন্ধ হয়ে না যায়, তাই প্রতিষ্ঠানটির মালিকানা বিক্রি করে দিল হুয়াওয়ে।