বার্সেলোনার খেলোয়াড়রা পারিশ্রমিক ছাড় দিতে রাজি হয়েছেন। আর তাতে স্প্যানিশ জায়ান্টদের বাঁচবে ১২২ মিলিয়ন ইউরো বা ১১০ মিলিয়ন পাউন্ড। এছাড়া ২৬ বারের লা লিগা চ্যাম্পিয়নরা রাজি হয়েছে তিন বছরের জন্য তাদের খেলোয়াড়দের সঙ্গে ৫০ মিলিয়ন ইউরো (৪৫ মিলিয়ন পাউন্ড) পরিবর্তনশীল পারিশ্রমিক বিলম্বিত করতে। বার্সার সর্বশেষ অ্যাকাউন্টগুলোতে ৯৭ মিলিয়ন ইউরোর (৮৭ মিলিয়ন পাউন্ড) একটি ক্ষতি দেখানো হয়েছিল যখন নেট ঋণ দ্বিগুণের বেশি ৪৮৮ মিলিয়ন ইউরো (৪৩৮ মিলিয়ন পাউন্ড) হয়েছে।