![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F7375bb5f-f8b4-4942-a299-8a2f0647644c%252FHero.jpg%3Frect%3D0%252C0%252C3147%252C1500%26w%3D1140%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp)
শোক, শ্রদ্ধা, বিদায় আলী যাকের
প্রথম আলো
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ১২:০২
অভিনেতা আলী যাকের তাঁর অঙ্গনের প্রিয় ও শ্রদ্ধেয়জন। ক্যানসারের সঙ্গে লড়ছিলেন চার বছর ধরে। এরই মধ্যে এসে হানা দেয় করোনাভাইরাস। করোনায় আক্রান্ত হয়ে গতকাল ভোরে চিরবিদায় নেন আলী যাকের। তাঁকে হারিয়ে শোকাহত বিনোদন অঙ্গন। শ্রদ্ধার সঙ্গে তাঁকে বিদায় জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের সহযাত্রীরা।