কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোভিড ভ্যাকসিনের প্রস্তুতি দেখতে অহমদাবাদে নরেন্দ্র মোদী, যাবেন আরও ২ শহরে

এইসময় (ভারত) আহমেদাবাদ প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ১০:৫৯

ভারতে করোনা টিকা তৈরির কাজ কদ্দূর এগোল, প্রয়োজনীয় বিধি ও সতর্কতা মেনে তা তৈরি হচ্ছে কি না, সেসবই চাক্ষুষ করতে আজ, শনিবার, দেশের তিন শহরে ঘুরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরসূচি অনুযায়ী শনিবার সকালে তাঁর গুজরাতের অহমদাবাদে, চাঙ্গোদার শিল্প এলাকায় জাইডাস ক্যাডিলার গবেষণাগারে যাওয়ার কথা রয়েছে। তিনি পৌঁছেও গিয়েছেন। সেখান থেকে যাবেন হায়দরাবাদের জিনোম ভ্যালিতে, ভারত বায়োটেকের গবেষণাগারে। সবশেষে যাবেন পুনার সেরাম ইনস্টিটিউটে।

ভারতে এই তিনটি কোম্পানি কোভিড ভ্যাকসিন তৈরির দৌড়ে এগিয়ে রয়েছে। গুজরাতের উপমুখ্যমন্ত্রী নিতিন পটেল জানিয়েছেন, শনিবার আহমেদাবাদে জাইডাস ক্যাডিলার কারখানায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সব দিক খতিয়ে দেখবেন মোদী। প্রধানমন্ত্রীর সফরের প্রসঙ্গে পটেল বলেন, 'নরেন্দ্র মোদী শনিবার অল্প সময়ের জন্য আসবেন। তিনি জাইডাস ক্যাডিলার কারখানায় গিয়ে দেখবেন, কী ভাবে এই সংস্থায় ভ্যাকসিন তৈরি হচ্ছে। কত দিনে কত ডোজ তৈরি করা সম্ভব, তা নিয়েও আলোচনা করবেন।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও