ম্যারাডোনার সাবেক বান্ধবীকে শেষ দেখা করতে দেননি সাবেক বউ!
ডিয়েগো ম্যারাডোনার জীবনে এসেছেন একাধিক নারী। রোসিও অলিভা কি সর্বশেষ? অন্তত তাঁর নিজের দাবি এমনই। বয়সে ৩০ বছরের ছোট হয়েও ম্যারাডোনার জীবনের শেষ দিকে এসেছিলেন তিনি। দুজনের সম্পর্ক পরে ভেঙেও যায়।
কিন্তু ম্যারাডোনার মৃত্যুর পর অলিভা আর নিজেকে ধরে রাখতে পারেননি। ছুটে গিয়েছিলেন আর্জেন্টিনার প্রেসিডেনশিয়াল প্যালেস কাসা রোসাদায়। সেখানে রাখা ছিল ম্যারাডোনার কফিন।
কিংবদন্তির পরিবার ও ঘনিষ্ঠজনদের একজন হিসেবে কাসা রোসাদার ভেতরে ঢুকে ম্যারাডোনাকে শেষবিদায় জানাতে চেয়েছিলেন অলিভা। তাতে বাধে বিপত্তি। সে জন্য এখন ম্যারাডোনার সাবেক স্ত্রী ক্লদিয়া ভিয়াফানের দিকে আঙুল তুলছেন অলিভা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
সমকাল
| আর্জেন্টিনা
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৬ মাস আগে