কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ইন্টেরিয়র ব্যবসা

করোনাজনিত পরিস্থিতিতে দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে ফ্ল্যাট-বাড়ি কেনাবেচার ব্যবসায়। আর এতে গতি ফিরেছে ইন্টেরিয়র সেবা অর্থাৎ বাড়ির ভেতরের সাজসজ্জার ব্যবসায়। সংশ্লিষ্টদের মতে, করোনার ধাক্কা কাটিয়ে নতুন করে ফ্ল্যাট বিক্রি শুরু হওয়ায় এবং ব্যবসা প্রতিষ্ঠান ও কর্পোরেট অফিসগুলো চালু হওয়ায় ডাক পেতে শুরু করেছেন ইন্টেরিয়র ডিজাইনাররা। আবার কেউ কেউ দীর্ঘদিনের জমে থাকা কাজ গ্রাহকদের বুঝিয়ে দিচ্ছেন। আবাসন খাত সংশ্লিষ্টরা জানান, আবাসন ব্যবসাতে নানা কারণে মন্দাভাব আগে থেকেই চলছিল। করোনার প্রভাবে ফ্ল্যাট, প্লট বিক্রি একেবারেই শূন্যের কোটায় চলে গিয়েছিল। তবে গত জুন-জুলাই থেকে ফ্ল্যাটের খোঁজ নিতে শুরু করেছেন ক্রেতারা। জানতে চাইলে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ বলেন, করোনাকালীন অনিশ্চয়তা, ব্যাংকগুলোর লেনদেন বন্ধের কারণে মার্চের পর প্রায় চার মাস আবাসন খাতে স্থবিরতা ছিল। জুন থেকে থেকে আবাসন খাত চাঙ্গা হতে শুরু করে। আর জুলাইয়ে অবস্থার আরো উন্নতি হয়েছে। বনানীর ডিজাইন টাচ ইন্টেরিয়রের মালিক সারোয়ার আলম বলেন, করোনার আগে কিছু ক্লাইন্টের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছিল। সেই কাজগুলো আস্তে আস্তে চালু হয়েছে। করোনা সিচুয়েশনের পর আমি দুটি প্রজেক্ট পেয়েছি। দীর্ঘ সাত-আট মাস পর অবস্থা একটু ভালোর দিকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন