নির্বাচনে প্রার্থী টাকাপয়সা খরচ করে কর্মী-সমর্থকদের খাওয়ান, এমনটাই রেওয়াজ। কিন্তু জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভায় ঘটেছে এর উল্টো ঘটনা। এখানকার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্টপুর মহল্লার লোকজন নিজেরাই চাঁদা দিয়ে কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলামের পক্ষে খিচুড়িভোজের আয়োজন করেছেন।
গতকাল শুক্রবার রাতে শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে ওই নির্বাচনী ভোজের আয়োজন করা হয়। এর আগে বিকেল চারটার দিকে মহল্লার লোকজন রফিকুলকে সঙ্গে নিয়ে ওয়ার্ডে মহড়া দেন।
মহল্লার আবদুল জলিল বলেন, ‘রফিকুল ইসলাম অন্য প্রার্থীদের চেয়ে তুলনামূলক কম অবস্থাপন্ন। তাই আমরা চাঁদা দিয়ে নির্বাচনী ভোজের আয়োজন করেছি। আমিও ২০০ টাকা দিয়েছি।’
বিকেল সাড়ে চারটার দিকে মাঠে গিয়ে দেখা যায়, ছয়টি চুলা তৈরি করা হয়েছে। রান্নার আয়োজন চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.