‘কর ফাঁকি ধরে নিয়েই বোধ হয় ফরমটি ছাপানো হয়’
দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ গতকাল শুক্রবার সকালেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছোট স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন—
‘আন্তর্জাতিক একটি হিসাবে অতি ধনী বা কোটি কোটি টাকা আয় করা মানুষের সংখ্যা বাংলাদেশেই সবচেয়ে দ্রুত বেড়েছে। অথচ, ইনকাম ট্যাক্স ফরমে আয়ের ঘরে লক্ষ টাকার অংক লেখার জায়গাও নেই। কর ফাঁকি ধরে নিয়েই বোধ হয় ফরমটি ছাপানো হয়!’
কথাগুলোর সঙ্গে তিনি আয়কর রিটার্ন ফরমের একটি ছবি দিয়েছেন। সেখানে আয়ের বিবরণী অংশে গৃহসম্পত্তি থেকে আয়ের ঘরে কিছু সংখ্যাও লেখা আছে। সেখানে আসলেই বেশি সংখ্যা লেখার সুযোগ নেই। ওয়াহিদউদ্দিন মাহমুদ সম্ভবত ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ওয়েলথ এক্সের দেওয়া হিসাবের কথা উল্লেখ করেছেন। ২০২০ সালের মার্চে ওয়েলথ এক্স এক প্রতিবেদনে বলেছে, অতি ধনী বৃদ্ধির তালিকায় সবার ওপরে আছে বাংলাদেশ। সেখানে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত গত ১০ বছরে বাংলাদেশে ধনকুবেরের (৫০ লাখ ডলারের বেশি সম্পদের অধিকারী) সংখ্যা বেড়েছে গড়ে ১৪ দশমিক ৩ শতাংশ হারে। বাংলাদেশের পরই ভিয়েতনামের অবস্থান, সেখানে বেড়েছে ১৩ দশমিক ৯ শতাংশ হারে।