![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/11/online/facebook-thumbnails/Untitled-1-copy-samakal-5fc1c4a35b988.jpg)
কুকুরে কামড়ে ছিঁড়ে ফেলেছে শিশুটির গাল
ফুটফুটে শিশুটির নাম রিভা রহমান। পাঁচ বছর বয়সী রিভা রহমান কয়েকদিন আগে এক বিকালে খেলা করছিলো নিজ বাড়ির উঠানে। এমন সময় একটি কুকুর এসে কামড় দেয় শিশুটির গালে। এতে রিভা রহমানের ডান গালে বিশাল ক্ষতের সৃষ্টি হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
রিভা রহমান গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের বাদশা মিয়ার মেয়ে।
শুধু রিভা রহমানই নয়, সাদুল্যাপুর উপজেলার সর্বত্র বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছে মানুষ এবং গৃহপালিত পশু পাখি। সম্প্রতি কুকুরের কামড়ে মারা গেছে ষষ্ট শ্রেণির এক ছাত্রী। আহত হয়ে চিকিৎসা নিচ্ছে বিভিন্ন বয়সের অনেকে। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগিও।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিশু
- কুকুরের কামড়
- কামড়ে ধরা