ক্ষেপেছেন শোয়েব! ভদ্র আচরণ করতে বললেন নিউজিল্যান্ডকে
আর একবারের জন্যও যদি করোনা স্বাস্থ্যবিধি ভঙ্গ করেন পাকিস্তান দলের কোনো খেলোয়াড় কিংবা সদস্য, তাহলে আর নিউজিল্যান্ডে থাকা হবে তাদের, পাঠিয়ে দেয়া হবে বাড়িতে। নিউজিল্যান্ড সরকারের এমন হুঁশিয়ারিতে বেজায় চটেছেন শোয়েব আখতার। যেন মানতেই পারছেন না তিনি। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় পাকিস্তানের সাবেক এই পেসার নিউজিল্যান্ডকে 'ভদ্র আচরণ' করার আহ্বান জানিয়েছেন।
তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে আছে পাকিস্তান দল। সেখানে গিয়েই বিপাকে পড়েছে তারা। কভিড-১৯ পরীক্ষায় তাদের ৬ জন ক্রিকেটার পজিটিভ হয়েছেন। এরপর কয়েকজন কোয়ারেন্টিনের শর্ত ভাঙায় দলটিকে চূড়ান্তভাবে সতর্ক করেছে নিউজিল্যান্ড সরকার। বিব্রতকর এই ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান হোয়াটসঅ্যাপে কড়া অডিও বার্তা পাঠান ক্রিকেটারদের জন্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.