কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উৎসবহীন করোনাকাল!

ইত্তেফাক প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ০৮:২৫

শীত আসে সঙ্গে করে নিয়ে আসে উৎসবের ক্ষণ। উত্সবের উষ্ণতা কাটিয়ে দেয় শীতের ঠান্ডা। শীতকাল এলেই ধর্মপ্রাণ মুসল্লিরা আয়োজন করে থাকেন ওয়াজ-মাহফিলের। গ্রামে-গঞ্জে বসে মেলা। দেশ জুড়ে এ সময়ই বিয়ের ধুম শুরু হয়ে যায়। অথচ, এ বছর করোনার দ্বিতীয় ঢেউ এসে যেন শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিচ্ছে। থমকে গেছে সব আয়োজন। নেই ওয়াজ-মাহফিলের কোনো আয়োজন, নেই বিয়েকে কেন্দ্র করে উৎসবের আমেজ।

রাজধানীতেও এ সময়েই শুরু হয় একের পর এক উৎসব। আন্তর্জাতিক লোকসংগীত উত্সব, ঢাকা লিট ফেস্ট, পৌষ মেলা, নাট্য উৎসব কত কিছুই না আয়োজন করা হয়। কিন্তু এবার সবকিছুতেই গুড়েবালি দশা। রাজধানীর আনাচে-কানাচে গড়ে ওঠা কমিউনিটি সেন্টারগুলো ফাঁকা, শপিং সেন্টারগুলোতেও নেই বিয়ের কেনাকাটার জৌলুস। সবাই প্রতীক্ষায় আছে কবে কাটবে এই করোনার অমানিশা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও